ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মইনুল হায়দার নিপুর বাড়ির সামনের একটি বাগানের ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) সকাল ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।
সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মইনুল হায়দার নিপু বলেন,সকালে আমার বাড়ির বশির নামে একটা ছেলে নাশতা আনতে যাওয়ার সময় হঠাৎ একটি মৃতদেহ দেখে আমার কাছে ছুটে আসে। পরে আমি গিয়ে দেখে থানা পুলিশকে সংবাদ দেই।সংবাদ পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে