images

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কাম‌ড়ে শিশুর মৃত‌্যু

জেলা প্রতিনিধি

০৪ জুলাই ২০২৪, ০৫:৩৯ পিএম

বিষাক্ত কালাচ সা‌পের কাম‌ড়ে এক শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

বুধবার (৩ জুলাই) রা‌তে এ ঘটনা ঘটে।

সা‌পের কাম‌ড়ে মৃত শিশু‌টির নাম সোয়াদ ইসলাম (৫)। সে দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌপাড়া গ্রামের সুখ চাঁদের ছে‌লে। 

আরও পড়ুন: সাতক্ষীরায় সাপের কামড়ে নারীর মৃত্যু

নিহতদের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ম‌হিউদ্দিন ম‌হি জানান, সোয়াদ তার বাবা-মা‌য়ের সঙ্গে ঘু‌মি‌য়ে ছিল। বুধবার ভোর রা‌তে ঘুমের মধ্যে সোয়াদকে কিছু একটা কামড়ে দেয়। এ সময় শিশু‌টি টের পে‌য়ে‌ চিৎকার কর‌লে বাবা-মা ঘুম থে‌কে জে‌গে পা‌শেই একটা কালাচ বা কাল‌ কেউটে সাপ দেখ‌তে পান। 

এ সময় বাবা সুখ চাঁদ ঘ‌রের ভেত‌রে থাকা হাসুয়া দি‌য়ে সাপ‌টি‌কে কোপ দি‌য়ে মে‌রে ফে‌লেন। তাদের ছে‌লে‌কে ওই সাপে দংশন করে‌ছে বিষয়টি বুঝতে পেরে দ্রুত দৌলতপুর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখান থে‌কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠা‌নো হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দি‌কে শিশু‌টি মারা যায়।

আরও পড়ুন: মাটির ঘরে মিললো ৫০ বিষধর সাপ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার স‌ঙ্গে স‌ঙ্গে শিশু‌টির চি‌কিৎসা শুরু হ‌য়ে‌ছিল। এন্টি‌ভেনম প্রয়োগ চল‌ছিল। কিন্তু চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। 

তি‌নি আরও ব‌লেন, কালাচ বিষধর সাপ। তার চি‌কিৎসা দ্রুত শুরু কর‌তে হয়। মূলত, হাসপাতা‌লে আন‌তে দে‌রি‌ হওয়ায় শিশু‌টি‌কে বাঁচা‌নো সম্ভব হয়‌নি। 

প্রতিনিধি/ এমইউ