images

সারাদেশ

পদ্মা নদীতে জেলের জালে ১৩ কেজির বোয়াল

জেলা প্রতিনিধি

০৪ জুলাই ২০২৪, ০৭:১২ এএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১৩ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ ধরা পরেছে।

বুধবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে কর্ণসোনা এলাকায় জব্বার মন্ডলের জেলের জালে মাছটি ধরা পরে।

সন্ধ্যা ৬টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি প্রতি কেজি ২ হাজার ২শ টাকা দরে মোট ২৮ হাজার ৬০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মাছটি আমি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৫৫০ টাকায় ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই, কাতল, মৃগেল, বাগাড়, পাঙ্গাস, ইলিশ, বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

প্রতিনিধি/টিবি