images

সারাদেশ

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে যবিপ্রবিতে কর্মবিরতি

জেলা প্রতিনিধি

০৩ জুলাই ২০২৪, ০৮:৩১ পিএম

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তৃতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। 

বুধবার (৩ জুলাই) যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ভবনের নিচতলায় শিক্ষকরা অবস্থান করে দাবির পক্ষে নানান যুক্তি তুলে ধরে বক্তব্য দেন। 

আরও পড়ুন: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

এ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা ও সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।

কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর নাজমুল হাসান বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্রত্যয় স্কিমের আওতায় আনা হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি চরম বৈষম্য দেখা যায়। এই বৈষম্যমূলক স্কিম বিশ্ববিদ্যালয় শিক্ষকতা পেশাকে দ্বিতীয় শ্রেণির পেশায় রূপান্তরিত করেছে। এটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেওয়া যাবে না।

আরও পড়ুন: ‘প্রত্যয় স্কিম' প্রত্যাহারের দাবিতে ইবিতে সর্বাত্মক কর্মবিরতি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, পেনশন স্কিম চালু হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। এমনিতেই আমাদের দেশের অনেক মেধাবী শিক্ষার্থীরা দেশের বাইরে পড়াশোনা করতে চলে যায়। মেধাবী শিক্ষার্থীদের দেশে রাখার জন্য আস্থার জায়গা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে যদি শিক্ষকদের জায়গাটা নড়বড়ে হয়ে যায়। তাহলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবে না। 

প্রতিনিধি/ এমইউ