জেলা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১২:৫৫ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে নদীতে ডুবে ফজল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের সদস্যরের বরাত দিয়ে চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, ফজল হোসেন চিলাহাটি ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
আরও পড়ুন
মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে তার ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বুড়িতিস্তা নদীর পাশে যান। এ সময় তিনি মাথা ঘুরে নদীর পানিতে পড়ে যান। এক পর্যায়ে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/এসএস