জেলা প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ০৮:১৮ এএম
বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার সংরক্ষিত বনে জোয়ারের পানিতে ভেসে এসেছে অর্ধগলিত তিমি মাছ।
সোমবার (১ জুলাই) রাতে বনবিভাগের বরগুনা সদর বিট কর্মকর্তা মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বেশ কয়েকদিন ধরে অনেকগুলো জীবিত ও মৃত মাছ ভেসে এসেছে। মনে হচ্ছে, সমুদ্র তার আগের পরিবেশ হারাচ্ছে। বর্তমানে জেলেরাও নেই সমুদ্রে। আমরা এর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃধা জানান, জোয়ারে পানিতে মৃত তিমি মাছটি ভেসে এসে আটকে গেছে বনের ভেতরে। মাথাবিহীন মাছটির আয়তন হবে কমপক্ষে ৩০ ফুট। মাছটি দেখতে বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা পায়রা নদীর তীরে ভিড় করছে।
এ ব্যাপারে বরগুনা থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত তিমি মাছের খবর পেয়ে ঘটনাস্থলে বাবুগঞ্জ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশ পাঠানো হয়েছিল।
বনবিভাগের বরগুনা রেঞ্জ কর্মকর্তা আক্তার উদ্দিন বলেন, পায়রার তীরে ছোনবুনিয়া বনে ৩০ ফুট লম্বা অর্ধগলিত তিমির খবর পেয়ে স্থানীয়দের মাধ্যমে বন বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যাতে দুর্গন্ধ না ছড়ায় সেজন্য আমাদের সদস্যরা দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছে।
আমতলী-তালতলী ওয়াটারকিপার্স বাংলাদেশ ও টেংরাগিরি সুরক্ষা কমিটির সমন্বায়ক আরিফুর রহমান বলেন, মৃত তিমি মাছটি দুর্গন্ধের কারণে বিভিন্ন এলাকা দুষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে মাংস মাটিতে পুঁতে ফেলতে পারে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা বলেন, পায়রা নদীর তীরবর্তী ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত তিমি মাছের দেহ ভেসে এসেছে। কোন কারণে এটি মারা গেছে এবং বিস্তারিত তথ্যের জন্য ঘটনাস্থলে পুলিশ, বন বিভাগসহ বিভিন্ন টিম পাঠানো হয়েছে। তবে দুর্গন্ধ ছড়ানোর আগেই মাছটিকে গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে বলা হয়েছে।
প্রতিনিধি/টিবি