জেলা প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৬৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (১ জুলাই) আসামিরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেলে শুনানি শেষে তিনি জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
কিশোরগঞ্জের কোর্ট ইন্সপেক্টর শামসুল আলম সিদ্দিকী এসব তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আধিপত্য বিস্তারের জেরে গত ১৬ জুন জেলার ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়ন মৌটুপি গ্রামের কর্তা বাড়ি ও সরকার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় কর্তা বাড়ির নাদিম কর্তা (৫৫) নামে এক ব্যক্তি আহত হন। পরে নাদিম কর্তাকে উদ্ধার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন নাদিমের মৃত্যু হয়।
আরও পড়ুন
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই দিন বিকেলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। এ সময় শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
পরে এ ঘটনায় ২৪ জুন নিহতের ভাই বাকী কর্তা সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাফায়েত উল্লাহসহ ৮৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। এই মামলায় আজ ৬৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
প্রতিনিধি/একেবি