জেলা প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ০৫:৫৪ পিএম
মাগুরায় বজ্রপাতে তামিম মোল্ল্যা (২২) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার চন্দপ্রতাপ পূর্ববাড়িয়ালা ফসলের মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে গোটা মাগুরা জেলা জুড়ে মুসলধারায় বৃষ্টি শুরু হয়। এ সময় ওই যুবক ফসলের মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরে আশার পথে বজ্রপাতে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধোর করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ তাকে মৃতু ঘোষণা করেন।
মাগুরা সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহিদ রাসেল বলেন, বিকেল থেকে গোটা জেলার আকাশ ছিল কালো মেঘে ঢেকে যায়। প্রচন্ড ভাবে বিদ্যুৎ ঝলকানি শরু হয়। প্রায় এক ঘণ্টা পর্যন্ত মুসলধারায় বৃষ্টি হতে থাকে। এতে চন্দপ্রতাম গ্রামের এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে এমন খবর শুনেছি।
প্রতিনিধি/এজে