images

সারাদেশ

ময়মনসিংহে এক কেন্দ্রে ১০ শিক্ষার্থী ও শিক্ষক বহিষ্কার

জেলা প্রতিনিধি

৩০ জুন ২০২৪, ০৫:২৪ পিএম

ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষায় অসদুপায়ের কারণে ১০ শিক্ষার্থী ও তাদের সহায়তা করায় এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (৩০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খান তাদের বহিষ্কার করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

বহিষ্কৃত ১০ জন মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বহিষ্কৃত শিক্ষক সাদিকুর রহমান হলেন সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রভাষক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খান বলেন, ‘কেন্দ্রটিতে গিয়ে চরম অব্যবস্থাপনা দেখি। একটি কক্ষে পাশাপাশি বেঞ্চে বসে একই সেটের প্রশ্নে পরীক্ষা চলছে, যা হওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীরা জানান যে শিক্ষকই তাদের সেভাবে প্রশ্ন সরবরাহ করেছেন। ওই অবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়। তারা আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।’

আরও পড়ুন

আলীনূর খান বলেন, মর্নিং সান মডেল স্কুল অ্যান্ড কলেজ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। গত বছরও পরীক্ষাতেও অসদুপায়ের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তারা শিক্ষকদের সঙ্গে চুক্তি করে পরীক্ষা দিতে আসেন। শিক্ষক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের সচিবসহ সবাইকে সতর্ক করা হয়েছে জানিয়ে ইউএনও বলেন, ‘সায়েরা সাফায়েত স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ব্যাপক গাফিলতি লক্ষ করেছি। আমাদের নজরদারিও বাড়ানো হবে। তাদের সতর্ক করা হয়েছে।’

প্রতিনিধি/একেবি