images

সারাদেশ

নেত্রকোনায় এইচএসসি সমমানের পরীক্ষায় অনুপস্থিত ২৫৩ জন  

জেলা প্রতিনিধি

৩০ জুন ২০২৪, ০৪:৫৯ পিএম

নেত্রকোনায় প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এরমধ্যে এইচএসসি  প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত রয়েছেন ১৪০ শিক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কুরআন মজিদ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪০ জন। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিএম/বিএমটি পরীক্ষায় ৭৩ জন অনুপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষা শাখার সূত্র জানায়, প্রথম দিনের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ২৯৯ জন। তাদের মধ্যে অনুপস্থিত রয়েছেন ১৪০ শিক্ষার্থী। আলিম পরীক্ষায় কুরআন মজিদ পরীক্ষায় প্রথম দিনে শিক্ষার্থী ছিল ৯৭১ জন। তাদের মধ্যে অনুপস্থিত ৪০ জন। এছাড়া বিএম/বিএমটি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ৫৪ জন। তাদের মধ্যে ৭৩ জন অনুপস্থিত ছিলেন। এদিকে, কারিগরী শিক্ষা বোর্ডের (ভোকেশনাল) বাংলা ২য় পত্রের পরীক্ষায় মোট ১৪০ জন শিক্ষার্থী অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সুখময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একেবি