images

সারাদেশ

চুয়াডাঙ্গায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৪, ১২:২৮ পিএম

images

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

InShot_20240629_121405578_exported_56000

শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের সন্তোষপুর তেল পাম্পের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জীবননগর থানার ওসি এস.এম. জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

InShot_20240629_121405578_exported_13733

স্থানীয়রা জানান, ভোরে সন্তোষপুর তেল পাম্পের অদূরে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

InShot_20240629_121405578_exported_16266

জীবননগর থানার ওসি এস.এম. জাবীদ হাসান জানান, আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। বেশ কিছুদিন ধরেই এই ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছিলেন। বিভিন্ন দোকান থেকে খাবার চেয়ে খেত। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস