images

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল ট্রাক, প্রাণ গেল হেলপারের

জেলা প্রতিনিধি

২৯ জুন ২০২৪, ১২:০৫ পিএম

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এসময় ট্রাক থেকে ছিটকে পড়ে ওই ট্রাকেই চাপা পড়ে মোরসালিন (২০) নামের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

শনিবার (২৯ জুন) ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় এঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোরসালিন চাপাইনাবগঞ্জ সদরের বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ী গ্রামের মো. তাজউল ইসলামের ছেলে।

ওসি এম.এ ওয়াদুদ বলেন, ভোররাতে ঢাকা থেকে একটি ট্রাক নাটোরের দিকে যাবার পথে লেন ছেড়ে ডান পার্শ্বে গিয়ে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের হেলপার ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, ধারণা করছি, চালক হয়তো ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। এঘটনায় ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি