images

সারাদেশ

পদ্মায় জেলের জালে সাড়ে ২৯ কেজির বাঘা আইড়

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২৪, ০৩:২৭ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি ঘাটের অদূরে কুশিরহাটা এলাকায় রাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

আরও পড়ুন: হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়লো পাখি মাছ 

সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের মোহন মন্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ৩৮ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী মো. শাহজাহান জানান, প্রতি কেজি ৫০ টাকা লাভে মাছটি বিক্রয় করার জন্য নদীতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

আরও পড়ুন: পুকুরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ