images

সারাদেশ

বগুড়ায় মেইল ট্রেনের ইঞ্জিন বিকল ও কলেজ ট্রেন লাইনচ্যুত

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৪, ০২:২১ পিএম

বগুড়ায় লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ মেইল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে লাইনচ্যুত হয়েছে সান্তাহারগামী ‘কলেজ ট্রেন’।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর এবং গাবতলি-সুখানপুকুর স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেন স্থায়ী করার দাবি ক্যাবের

পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ‘পদ্মরাগ’ নামে লালমনিরহাটগামী মেইল ট্রেনটি দেড় ঘণ্টা পর গন্তব্যের দিকে ছেড়ে গেলেও লাইনচ্যুত ‘কলেজ ট্রেনটি’ এখনও সুখানপুকুর স্টেশনেই আটকে আছে।

স্টেশন কর্মকর্তারা বলছেন, উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছানোর পর পরই ট্রেনটিকে চলাচলের উপযোগী করা হবে।

thumbnail_FB_IMG_1719302278324

বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানিয়েছেন, গাইবান্ধার বোনারপাড়া থেকে বগুড়া জেলার সান্তাহারগামী কলেজ ট্রেন নামে ৪৯২ নম্বর লোকাল ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর স্টেশনে দিত্বীয় লাইনে প্রবেশের পর পরই লাইনচ্যুত হয়। প্রায় একই সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী ২১ আপ পদ্মরাগ ট্রেনটি গাবতলী স্টেশন থেকে সুখানপুকুরের দিকে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর সুখানুকুর স্টেশনে লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন দিয়ে পদ্মরাগ ট্রেনটিকে আগের গাবতলী স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে সান্তাহার থেকে ইঞ্জিন এনে প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে পদ্মরাগ ট্রেনটিকে লালমনিরহাটে পাঠানো হয়। তবে সুখানপুকুর স্টেশনে লাইনচ্যুত কলেজ ট্রেনটি এখনও সচল করা সম্ভব হয়নি।

thumbnail_FB_IMG_1719302271003

বগুড়ায় রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। সেটি এলেই ট্রেনটিকে সচল করা সম্ভব হবে। ট্রেনটি মেইন লাইনে না থাকায় ট্রেন চলাচলে কোনো সমস্য হচ্ছে না।

প্রতিনিধি/এসএস