images

সারাদেশ

ট্রেন লাইনের ওপর পড়ে ছিল মস্তকবিহীন যুবকের লাশ

জেলা প্রতিনিধি

২৫ জুন ২০২৪, ১১:৩৬ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর ডাকাতির মাঠে অজ্ঞাত (৩০) এক যুবকের ট্রেনে কেটে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলের এক লাইনম্যান নয়ন জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরত্বে ৯৯/৮ এর ১০০/০ নম্বর পিলারের কাছে একটি লাশ আছে বলে খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে এসে লাশটি রেল লাইন থেকে সরানো হয়। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে, যশোর থেকে তারা এসে লাশ উদ্ধার করেছে। তবে লাশটির মাথা পাওয়া যায়নি।

ওসি সৈয়দ আল মামুন জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই। যশোর জিআরপি পুলিশের কাছে খবর দেওয়ার পর তারা এসে মস্তকবিহীন লাশটি উদ্ধার করেছে। যেহেতু লাশের মাথা এখনও পাওয়া যায়নি সে কারণে কিছু বলা যাচ্ছে না।

প্রতিনিধি/টিবি