জেলা প্রতিনিধি
২৪ জুন ২০২৪, ১২:৫৪ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশন ২ নম্বর ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে হামলা চালিয়েছে কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপ’। এ সময় এ গ্রুপের সদস্যরা যুবলীগ নেতা ও নেত্রীকে মারধর ও শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৩ জুন) সন্ধ্যায় কিশোর গ্যাংয়ের এই গ্রুপের লীডার রাইসুল ইসলাম সীমান্ত ও তার সহযোগীরা এই হামলা চালায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
যুবলীগের নেত্রী ফাতেমা আক্তার অভিযোগ করেন, অতর্কিত হামলা চালিয়ে তারা অফিস ভাঙচুর করে। এছাড়া যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত রাসেল ও তাকে মারধর করে। এরপর তাকে শ্লীলতাহানি করে। ঘটনার পর আশপাশের লোকজন ও স্থানীয়রা এগিয়ে গেলে এ ঘটনায় কোনও আইনগত ব্যবস্থা না নিতে হুমকি দিয়ে চলে যায় টেনশন গ্রুপের সন্ত্রাসীরা।
তিনি বলেন, কিশোর গ্যাং টেনশন গ্রুপের লিডার সীমান্ত আমার মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে। আমার পরনের কাপড় ছিঁড়ে ফেলে ও শ্লীলতাহানি করে। এ ঘটনায় ফাতেমা আক্তার ন্যায়বিচার দাবি করে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
হামলায় আহত ইয়াসিন আরাফাত রাসেল বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়দানকারী শফিকুল ইসলাম শফির ছেলে টেনশন গ্রুপের লিডার রাইসুল ইসলাম সীমান্ত, মিজমিজি এলাকার টুলুর ছেলে মইন, কাশেমের ছেলে মুন্না ও মজিবুরের ছেলে আলামিনসহ স্থানীয় কিশোর গ্যাংয়ের আরও বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে এসে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা অফিসের যাবতীয় আসবাবপত্র ভাঙচুর করে এবং আমাদের মারধর করে টেবিলের ড্রয়ার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় ফাতেমা নামে এক নারী নেত্রী ও রাসেল নামে একজন পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
টিবি