images

সারাদেশ

কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন, ২ খালাতো ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২৪, ১০:০৯ এএম

images

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাতে কাশির সিরাপের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে সেবন করায় দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর রঙ্গিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া দুই কিশোরের মধ্যে মো. রাসেল (১৮) পৌরসভার পশ্চিম দেওয়ান নগর রঙ্গিপাড়া এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের তৃতীয় ছেলে এবং মো. শাকিল (১৪) একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের ছেলে। তারা সম্পর্কে একে অপরের আপন খালাতো ভাই।

আরও পড়ুন

মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে হত্যা করে লাশ বস্তাবন্দি

পেশায় মো. রাসেল হাটহাজারী পৌর সদর কাঁচা বাজারের সবজি বিক্রেতা ও মো. শাকিল সবজির দোকানের কর্মচারী ছিলেন।

রাসেলের চাচা মহিউদ্দিন বলেন, আমরা জানতে পেরেছি দু’জন রাতে একটি ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে আঞ্চলিক কৃষি গবেষণার একটি নির্জন এলাকায় যায়। সেখানে কাশির সিরাপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তারা সেবন করে। অতিরিক্ত সেবন করার কারণে তারা মুমূর্ষু হয়ে পড়ে। ভোরে দু’জনকে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের এক আনসার সদস্য দেখতে পেয়ে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

এর আগে শাকিল তার ফেসবুকে স্ট্যাটাস দেয় ‘কালকে যদি মইরা যাই তুমি কি আইবা আমারে এক নজর দেখতে?’

হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস