images

সারাদেশ

পুলিশ একাডেমি থেকে ১৬ রাসেলস ভাইপার উদ্ধার

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২৪, ০৭:৫১ এএম

রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ১৬টি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ জুন) এ সাপগুলো উদ্ধার করা হয়। পরে সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এগুলো রাসেলস ভাইপার সাপের বাচ্চা। প্রথমে ৯টি এবং পরে আরও ৭টি সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। দুই দফায় সাপগুলো উদ্ধার করা হয়।

প্রতিনিধি/টিবি