images

সারাদেশ

প্রধানমন্ত্রীর জন্য ৫০০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৪, ০২:২৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৫০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

রোববার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়।

thumbnail_Messenger_creation_2f52a0db-467d-4cd6-b2fc-6b17d506580a

১০০টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারসগুলো গ্রহণ করেন আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ূম তালুকদার।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে মধ্যাহ্নভোজে কলকাতার বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য।

Messenger_creation_32d73fd2-f059-4c1d-9b8b-cf4914d7f5eb

আনারস হস্তান্তর শেষে ড. দীপক বৈদ্য সাংবাদিকদের জানান, কুইন জাতের আনারস বিশ্বের অন্যতম সেরা। এটি খেতে খুবই সুস্বাদু এবং রসালো। এই শুভেচ্ছা উপহারের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধুর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এ সময় চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও বিএসএফের ৪২ ব্যাটালিয়নের ইনচার্জ সন্তোষ কুমার, আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মো.খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস