images

সারাদেশ

সিলেটের আকাশে থাকবে অগ্নিশিখা, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

জেলা প্রতিনিধি

১৭ জুন ২০২৪, ০৭:৫১ পিএম

সিলেটের জালালাবাদ গ্যাস ক্ষেত্রের লাক্কাতুরা এলাকায় গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজ শুরু করতে যাচ্ছে শেভরন বাংলাদেশ।

এজন্য আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) ভোর থেকে পরবর্তী ৬০ ঘণ্টা আকাশে অগ্নিশিখা দেখা যাবে। এতে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক এই তেল-গ্যাস কোম্পানি।

শেভরন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান স্বাক্ষরিত রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লাক্কাতুরায় নিয়মিত গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে অগ্নি প্রজ্জ্বালন ব্যবস্থা চলমান থাকবে। এজন্য গ্যাসকূপ-সংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘটনাস্থলের আশপাশে জনসমাগম পরিহার করার কথা বলেছে শেভরন বাংলাদেশ।

প্রতিনিধি/একেবি