images

সারাদেশ

মোটরসাইকেল চালককে হত্যা, পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৪, ১০:৩৩ পিএম

নেত্রকোনার পূর্বধলায় এক মোটরসাইকেল চালককে হত্যার ঘটনায় পলাতক আসামি সাইফুল ওরফে খালেদ সাইফুল্লাহকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৫ জুন) ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল।

আরও পড়ুন: নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ র‌্যাব: ১৪-এর অপারেশনস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাইফুল ওরফে খালেদ সাইফুল্লাহ্ নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালডোয়ার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

হত্যার শিকার মোটরসাইকেল চালক মেহেদী হাসান গোলাপ একই উপজেলার সোহাগীডহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালামের ছেলে।

আরও পড়ুন: এমপি আনারের হত্যাকারীদের ফাঁসি দাবি

র‌্যাব জানায়, মেহেদী হাসান গোলাপ এলাকার বিভিন্ন জায়গায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ২০১৯ সালের ২০ জানুয়ারি রাত ৯টার দিকে ভাড়ার কথা বলে সাইফুল ও তার আরেক সহযোগী মিলে গোলাপকে নিয়ে পার্শ্ববর্তী তারাকান্দা যাওয়ার জন্য বের হয়। আধাঘন্টা পর তারাকান্দা এলাকার চিকলি বিলের ব্রিজের ওপর পৌঁছলে প্রস্রাব করার কথা বলে মোটরসাইকেলটিকে থামায় তারা। এরপর ছুরিকাঘাত করে গোলাপের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। আহত এ মোটরসাইকেল চালককে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে - তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় তিন দিন পর মারা যান। পরে এ ঘটনায় গোলাপের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহের তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে সাইফুল ওরফে খালেদ সাইফুল্লাহকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। দুপুরের দিকে এ আসামিকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বিকেলে সাইফুল ওরফে খালেদ সাইফুল্লাহকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ