জেলা প্রতিনিধি
১০ জুন ২০২৪, ০৫:৫৬ এএম
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান তালুকদার ওরফে সোয়েব সিদ্দিকী জয়ী হয়েছেন।
রোববার (৯ জুন) কাপ-পিরিচ প্রতীকে তিনি ২০ হাজার ৬০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন।
আরও পড়ুন: কাঁঠালিয়ার একটি কেন্দ্রে নেই ভোটার
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রব্বানী জব্বার (ঘোড়া) পেয়েছেন ১৮ হাজার ১৫ ভোট।
শামসুজ্জামান তালুকদার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
আরও পড়ুন: মিজান মজুমদার ছাগলনাইয়ার চেয়ারম্যান নির্বাচিত
আর রব্বানী জব্বার সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই।
বোরবার খালিয়াজুরীতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুল আজম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
প্রতিনিধি/ এমইউ