images

সারাদেশ

আনসার সদস্যকে নির্বাচনী কাজে বাধা, সমর্থককে জরিমানা ও ৬ মাসের জেল

জেলা প্রতিনিধি

০৯ জুন ২০২৪, ০১:৪০ পিএম

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাঁধা-মারধর ও জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশের অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক শাকিল শেখকে (২১) ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মোহসিনিয়া আলিম মাদরাসা কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভোট চলাকালে এ ঘটনা ঘটে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সমর্থক শাকিল শেখকে (২১) এ দণ্ড দেন বাগেরহাট জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ।

thumbnail_IMG_20240609_123751

তিনি বলেন, মোহসিনিয়া আলিম মাদরাসা সেন্টারে নির্বাচনে অন্যদের সঙ্গে ভোটারদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মোতালেব হোসেন। এ সময় শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে শাকিল শেখ নামে ওই যুবক নারী ও পুরুষদের সারিবদ্ধ লাইন ভেঙে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করে। এ সময় আনসার সদস্য মোতালেব হোসেন তাকে বাঁধা দেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।

thumbnail_IMG_20240609_121834

পরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৭৬ (গ)-(আ) অনুযায়ী আটক ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান বিচারক ড. মো. আতিকুস সামাদ।

পরে আসামিকে বাগেরহাট জেলা কারগারে পাঠানোর জন্য মোংলা থানায় সোপর্দ করা হয়।

প্রতিনিধি/এসএস