images

সারাদেশ

লাঠিতে ভর করে ভোট দিতে এলেন মোতাহার খলিফা

জেলা প্রতিনিধি

০৯ জুন ২০২৪, ১০:০৯ এএম

একটা ভোট না দিলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই বাড়িতে বসে না থেকে লাঠিতে ভর করে ভোট কেন্দ্রে আসলেন প্রতিবন্ধী মোতাহার খলিফা (৭৯)।

রোববার (৯ জুন) সকাল ৯টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিতে আসেন। তিনি জানান, কোনো রকম ঝামেলা ছাড়াই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

এর আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়। এই দুই উপজেলায় মোট প্রার্থী রয়েছেন ২৬ জন। এরমধ্যে রাজাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।

কাঁঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে অংশগ্রহণ করেন।

এছাড়া, রাজাপুর উপজেলায় মোট ভোটার ১২০১৬২ জন। কাঁঠালিয়া উপজেলায় মোট ভোটার রয়েছেন ৯৫৭৩০ জন। দুই উপজেলায় মোট কেন্দ্র রয়েছে ৯০টি।

প্রতিনিধি/টিবি