images

সারাদেশ

নওগাঁয় বজ্রপাতে এক নারীসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৪, ০৯:০৯ পিএম

নওগাঁর বিভিন্ন স্থানে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে পত্নীতলা ও মান্দা উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

আরও পড়ুন: নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু 
 
বজ্রপাতে নিহতরা হলেন - পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের দিশা মন্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫৫), একই উপজেলার গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা খাতুন (৩৪) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম (৩৪)।

স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, উপজেলায় বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে একটি তালগাছে গরু বাঁধা ছিল। সেই গরু আনতে গিয়ে হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মনিকা খাতুন। খাদেমুল ইসলাম মাঠে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। তখন দৌড়ে বাড়িতে আসার সময় পাশের একটি তেঁতুল গাছের নিচে দাঁড়ালে সেখানে বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করছিলেন নিহত শামসুল আলম। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/ এমইউ