জেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৪, ০৭:০২ পিএম
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে লিপি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭ জুন ) দুপুরে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
নিহত ওই নারী রনশিয়া গ্রামের ফিরোজ জামানের স্ত্রী।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।
আরও পড়ুন: কুড়িগ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যু
প্রত্যক্ষদর্শীদের বরাতে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ ঢাকা মেইলকে বলেন, লিপি আক্তার দুপুরে বাড়ির পাশে ভুট্টার গাছের খড়ি পলিথিন দিয়ে ঢাকতে গিয়েছিলেন। যাতে বৃষ্টির পানিতে খড়িগুলো ভিজে না যায়।
এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। ওই অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
প্রতিনিধি/ এমইউ