জেলা প্রতিনিধি
০৭ জুন ২০২৪, ০৬:৩৬ পিএম
নওগাঁর মান্দায় বজ্রপাতে শামসুল আলম (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ভোলাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামসুল আলম ভোলাম গ্রামের ফইমদ্দিন মন্ডলের ছেলে।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করছিলেন শামসুল আলম। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিনিধি/এসএস