images

সারাদেশ

এবার কোরবানির হাট মাতাবে ১৮ মণ ওজনের ‘কিং’

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৪, ০১:০৩ পিএম

৯ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট উচ্চতার সাদা কালোর সংমিশ্রণের গরুটির আনুমানিক ওজন ১৮ মণ। বিশাল এ আকৃতির জন্য গরুটির নাম রাখা হয়েছে ‘কিং’।

কোরবানিকে সামনে রেখে গরুটিকে দেখতে প্রতিদিনই ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের মহেশপুর গ্রামের মো. আল আমিনের খামারে ভিড় করছে দর্শনার্থীরা।

২০১৯ সালে সাভার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে খামার করার পরিকল্পনা করেন আল আমিন। শুরুতে অল্প পরিসরে শুরু করলেও এখন তার খামারে গরুর সংখ্যা ১৬টি। এ গরুগুলোর মধ্যে অন্যতম হলস্টিন ফ্রিজিয়ান জাতের ‘কিং’। সম্পূর্ণ দেশি পদ্ধতিতে গরুটিকে লালন পালন করা হচ্ছে বলে জানান আল আমিন।

thumbnail_Nawabgonj_(Dhaka)_News

 প্রতিদিন গরুটির খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, গম ও ধানের ভুসি, ভুট্টা, ডালের গুঁড়া, তৈল বীজের খৈল, ছোলা ও খুদে ভাত। সব মিলিয়ে গরুটি প্রতিদিন গড়ে ৪০ কেজি কাঁচা ঘাস ও ১০ কেজি দানাদার খাবার দিতে হয়।

গরুটিকে অনেকটা নিজের সন্তানের মতো যত্মে লালন পালন করছেন আল আমিন। তিনি বলেন, নানা জীবাণু থেকে সুরক্ষায় প্রতিদিনই শ্যাম্পু দিয়ে সকাল ও বিকেলে গোসল করানো হয়। তীব্র গরমে যেন কষ্ট করতে না হয় তাই ব্যবস্থা করা হয়েছে বৈদ্যুতিক ফ্যানের। আসন্ন ঈদুল আযহায় গরুটিকে সাড়ে ৪ লাখ টাকায় বিক্রির আশা করছি।

প্রতিনিধি/টিবি