images

সারাদেশ / শিক্ষা

সাপের কামড়ে চবির ২ শিক্ষার্থী আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৫ জুন ২০২৪, ১০:০৮ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাপের কামড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাতে কিছু সময়ের ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক ছাত্রী সাপের কামড়ে আহত হন।

বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়ক ও সোহরাওয়ার্দী হলে তারা সাপের কামড়ে আহত হন। আহত ছাত্র মো. আবু বয়ান দর্শন বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রী আইন বিভাগের শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশাল বন-জঙ্গল ও পাহাড়ে বেষ্টিত এলাকা। বছরের প্রায় সময়ই এখানে সাপের উপদ্রব দেখা যায়। সাপের কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনাও কম নয়। মঙ্গলবার রাতের দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকেও একটি তিনফুট লম্বা কৃষ্ণ কালাস (কালাচ) সাপ উদ্ধার করে Society for Snake & Snakebite Awareness (3SA) এর সদস্যরা।

সাপের কামড় থেকে বাঁচতে অন্ধকার স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সর্পবন্ধু নামে পরিচিত রফিক।