images

সারাদেশ

ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৪, ০১:০৫ এএম

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডের চালকসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ ও স্থানীয়রা।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় কাছে এ দুর্ঘটনা ঘটে।

munsigong-1পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকার দিকে যাচ্ছিল। মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে আসার পর ধলেশ্বরী নদীতে নোঙর করা মাটিবোঝাই এম ভি রাজিন নামে একটি বাল্কহেডকে ধাক্কা দেয় লঞ্চটি। এতে নদীতে ডুবে যায় বাল্কহেডটি। ক্ষতিগ্রস্ত হয় লঞ্চের সামনের দিকের বিভিন্ন অংশ।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় বাল্কহেড চালকসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করে।

munsigong-2

ঢাকা মেইলকে ঘটনা সত্যতা নিশ্চিত করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম জানান, যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ কে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে তীরে নোঙর করা হয়েছে। তবে রাতে ডুবে যাওয়ায় বাল্কহেডটি উদ্ধারে অভিযান শুরু করা সম্ভব হয়নি। বাল্কহেডটির অবস্থানও সনাক্ত করা যায়নি। মঙ্গলবার সকাল আটটা থেকে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

দুর্ঘটনার পর সদরঘাট থেকে আরেকটি যাত্রীবাহী লঞ্চ পূবালী-৫ এসে দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রতিনিধি/এমআর