images

সারাদেশ

ব্রিফকেসে যুবকের মরদেহ, পাশে পড়ে ছিল মাথা

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৪, ০২:১৬ পিএম

ময়মনসিংহের সদর উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ জুন) সকালে উপজেলার মনতলা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য ফয়জুর রহমান তুহিন বলেন, মানুষের একটি মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই। লোকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে মরদেহের মুখ দেখে বোঝা যায়, সে এই এলাকার না। দূরে কোথাও থেকে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে হত্যাকারীরা।

আরও পড়ুন

বগুড়ায় আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা, সেনা সদস্য আটক

ওসি ফারুক হোসেন বলেন, রোববার সকালে স্থানীয়রা ব্রিজের নিচে লাশ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে ব্রিজের নিচ থেকে ব্রিফকেস থেকে মাথা ছাড়া মরদেহ এবং খানিকটা দূরে পলিথিনে মোড়ানো মাথা পায় পুলিশ।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার (১ জুন) রাতে ঘাতকরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। যুবকের বয়স ২৭ থেকে ৩০ বছর হবে। তার পরিচয় নিশ্চিতে কাজ করছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস