জেলা প্রতিনিধি
০২ জুন ২০২৪, ০৮:৪৩ এএম
বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে মসলার গোডাউনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ২ লাখ টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ, পচা, পোকামাকড়যুক্ত, নষ্ট মসলার একটি ঘর সিলগালা করা হয়েছে।
শনিবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বাদুরতলা তিব্বতের মোড় এলাকায় মিলন ট্রেডার্সে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিব। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মিলন টেডার্সের গোডাউনে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্যাকিং ও রিপ্যাকিং করা হচ্ছিল। আমাদের ধারণা, তারা লোকাল পণ্যগুলো ইন্ডিয়ান ব্যান্ডের পণ্যের প্যাকেটে প্যাকিং করে বাজারজাত করছিল। আমরা এখানে বেশকিছু মসলার বস্তা পেয়েছি। যেমন— জিরা, ধনিয়াসহ বিভিন্ন মসলার বস্তা, যেগুলো মেয়াদোত্তীর্ণ, পোকাধরা। এ ছাড়া পরিবেশ অস্বাস্থ্যকর, মেঝেতে পড়ে থাকা মসলাও রয়েছে। এগুলো ভবিষ্যতে বাজারজাত করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিলন ট্রেডার্সকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নষ্ট, পোকাধরা মসলাগুলো একটি ঘরে রেখে সিলগালা করে দেওয়া হয়েছে। দেড়ঘণ্টার এ অভিযানে বগুড়া পৌরসভা ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।
প্রতিনিধি/টিবি