images

সারাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে ১ যুবক নিহত 

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৪, ১০:১৯ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বালু তোলা নিয়ে সংঘর্ষের জের ধরে ছৈয়দুর রহমান (২০) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১ জুন) সকালে ক্যাম্প-২ ডব্লিউ বি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। 

নিহত ছৈয়দুর রহমান ওই রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দ আলমের ছেলে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। 

ক্যাম্প সূত্রে জানা যায়, সকালে ছৈয়দুর রহমান বাড়ির পাশ দিয়ে যাওয়া ছোট ড্রেন থেকে বালু তুলে। এ সময় প্রতিবেশী রোহিঙ্গা নুর আলম বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার পর সংঘর্ষ বাঁধে। 

একপর্যায়ে নুর আলম কোদাল দিয়ে ছৈয়দুর রহমানের মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্পের পাশে জিকে হাসপাতালে ভর্তি করায়। আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রতিনিধি/ এমইউ