images

সারাদেশ

মাঠে পড়ে ছিল কৃষকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৪, ১১:৫৩ এএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ মাঠ থেকে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল নতুন ভান্ডারদহ-জুগিরহুদা রাস্তার পাশে মাঠ থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নিজ ঘরে ঝুলে ছিল ব্যবসায়ীর মরদেহ

নিহত আব্দুর রাজ্জাক সদর উপজেলার সুবদিয়া গ্রামের মৃত বেছের আলীর ছেলে।

kill-1

চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুজ্জামান জানান, নিহত রাজ্জাক গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়েছি। তিনি পেশায় কৃষি কাজ করতেন। তাকে কে বা কারা কেন হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। হত্যার সঙ্গে জড়িতদের ব্যাপারে পুলিশি অনুসন্ধান শুরু হয়েছে।

প্রতিনিধি/এসএস