জেলা প্রতিনিধি
৩১ মে ২০২৪, ০৯:২০ পিএম
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের মহাপরিচালক পরিচয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে সাব্বির হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার ( ৩১ মে) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম।
আরও পড়ুন: বেধড়ক মারপিটে চাকরির তদবিরকারী নিহত
এর আগে সাব্বিরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতার এ যুবক ডোমারের ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি জুম্মাপাড়ার মোস্তাফা আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম এবং ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেন। এরপর তিনি মানুষের কাছে ট্রেনের টিকিটসহ রেলওয়ে সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে পারিবারিক কলহে ২ নারী নিহত
বিষয়টি রেলওয়ে পুলিশের নজরে এলে তারা তদন্ত শুরু করেন। এতে প্রতারণায় ব্যবহৃত অ্যাকাউন্টটি ভুয়া হিসেবে চিহ্নিত করা হয়। এরপর অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন ধরে ওই যুবক রেলওয়ের মহাপরিচালকের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেন। পরে বিষয়টি আমাদের নজরে এলে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।
প্রতিনিধি/ এমইউ