জেলা প্রতিনিধি
৩০ মে ২০২৪, ০৮:৩৩ পিএম
শিশুদের মৃত্যুঝুঁকি কমাতে ও ভিটামিনের ঘাটতি পূরণে আগামী ১ জুন সারাদেশে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানানো হয় যে জেলার দু’লাখের বেশি শিশুকে খায়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২ টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৪ লাখ ২১ হাজার শিশু
এ সময় সিভিল সার্জনের স্বাক্ষরিত এক লিখিত কাগজে উল্লেখিত তথ্য সাংবাদিকদের জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, শনিবার ১ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার পাচঁটি উপজেলায় ও তিনটি পৌরসভায় এক হাজার ৩৬৪টি কেন্দ্রে মোট দু’লাখ ৩৩ হাজার ৬৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আরও পড়ুন: বিমার টাকা পেল সাপের কামড়ে মৃত রাবি শিক্ষার্থীর পরিবার
মেডিকেল অফিসার ডা. মো. ইফতেখায়রুল ইসলাম বলেন, জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৬১৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ছয় হাজার ৩০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। টিকাদান কেন্দ্রগুলোতে মাঠ পর্যায়ে ১৭২ জন স্বাস্থ্য সহকারী, ২১২ জন পরিবার কল্যাণ সহকারী, দু’হাজার ৭২৮ জন স্বেচ্ছাসেবক এবং প্রথম সারির ১৭১ জন সুপারভাইজার থাকবেন।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ