জেলা প্রতিনিধি
৩০ মে ২০২৪, ০২:৩১ পিএম
ইউনিয়ন চেয়ারম্যানের পদ ছেড়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন আমিনুল ইসলাম খান সোহেল।
গতকাল বুধবার (২৯ মে) তৃতীয় ধাপে অনুষ্ঠিত নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে হেরে যান তিনি। এতে দুকূল হারিয়েছেন তিনি।
আমিনুল ইসলাম খান সোহেল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (২৯ মে) মোহনগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী ৩০ হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন ঘোড়া প্রতীকের প্রার্থী মো.শহীদ ইকবাল। আর ১৬ হাজার ৪৫৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম খান সোহেল। উপজেলায় মোট ভোট সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৯০৫টি। নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ৭৬ হাজার ৬২টি।
ভোট গণনা শেষে বুধবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জহিরুল হক ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, গত ২৯ এপ্রিল সমাজ-সহিলদেও ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আমিনুল ইসলাম খান সোহেল। পরদিন প্যানেল চেয়ারম্যান -১ ফখরুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।
প্রতিনিধি/একেবি