images

সারাদেশ / শিক্ষা

ডুয়েট শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ

জেলা প্রতিনিধি

২৯ মে ২০২৪, ০৫:২৪ পিএম

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নব-নির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বুধবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাহমুদ আলম নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতাদের শপথ বাক্য পাঠ করান। 

আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে কুবি শিক্ষার্থীকে বহিষ্কার

এর আগে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামকে সভাপতি ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়।

কমিটির অপর সদস্যরা হলেন - সহ-সভাপতি ড. ফজলুল হাসান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক সাব্বির হুসাইন, কোষাধ্যক্ষ মো. মাজহারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক সানজিদ ই ইলাহী, প্রচার সম্পাদক ওসমান আলী, মহিলা সম্পাদক ফাতেমা সুলতানা, সদস্য ড. নাঈম মো. লুৎফুল হক, ড. মো. সাহাব উদ্দিন, ড. মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: বিমার টাকা পেল সাপের কামড়ে মৃত রাবি শিক্ষার্থীর পরিবার

এদিকে সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং এবং প্রসেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। কনফারেন্স চেয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের  ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন - প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ।

প্রতিনিধি/ এমইউ