জেলা প্রতিনিধি
২৯ মে ২০২৪, ০৮:৪৩ এএম
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে ভোটের আগে রাতে ৫ পোলিং ও এক সহকারী প্রিসাইডিং অফিসার পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) রাতে দুই উপজেলায় এ পরিবর্তনের ঘটনা ঘটে।
জানা গেছে, বড়াইগ্রাম উপজেলা নির্বাচনে কমপক্ষে ৪ জন পোলিং অফিসার পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে গুরুদাসপুর উপজেলায় ১ জন পোলিং অফিসার এবং একজন সহকারী প্রিসাইডিং অফিসার পরিবর্তন হয়েছে।
রাতে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে দেখা গেছে, রাতে নির্বাহী অফিসারের কার্যালয়ে ১০/১৫ জন লোক সেখানে ভিড় করছেন। উপস্থিত কয়েকজন তাদের চিঠি তৈরি হয়েছে। তারা স্বাক্ষরের জন্য অপেক্ষা করছেন। চিঠি পেলেই কেন্দ্রে যাবেন বলে জানান তারা।
সহকারী রিটার্নিং ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কোনো পোলিং অফিসার অসুস্থ হতে পারে। অনেক নারী পোলিং অফিসার মাতৃত্বকালীন ছুটির কারণে হতে পারে। বা এক ব্যক্তি একাধিক কেন্দ্রে ভুলক্রমে নাম থাকতে পারে। সে কারণে পরিবর্তন হতে পারে। এটা তেমন কোনো সমস্যা নয়।
রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন ঢাকা মেইলকে বলেন, এ বিষয়ে আমার জানা নেই। সহকারী রিটানিং অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। তিনি এ বিষয়টি বলতে পারবেন।
প্রতিনিধি/এসএস