জেলা প্রতিনিধি
২৮ মে ২০২৪, ০৯:৩৫ পিএম
যশোর সদর উপজেলার স্থগিত নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮মে) সন্ধ্যায় জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুর রশিদ এ খবরটি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কসবায় জাল ভোট দেওয়ার চেষ্টা, একজনের সাজা
নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক পত্রের মাধ্যমে রিটার্নিং অফিসারকে এ বিষয়টি জানানো হয়।
ওই পত্রে উল্লেখ করা হয় যে যশোর সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল - সে পর্যায় থেকে শুরু করা হবে। আগামী ৫ জুন এ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পত্র পাওয়ার পর আগামী ৫ জুন নির্বাচন অনুষ্ঠানের গণবিজ্ঞপ্তি জারি করেছেন রিটার্নিং অফিসার।
আরও পড়ুন: কলেজ শিক্ষককে পেটালেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী
ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন চেয়ারম্যান পদপ্রার্থী শাহারুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করে যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছে সেই পর্যায় থেকে শুরু করে আইন ও বিধি মোতাবেক ভোটগ্রহণ করার নির্দেশ দিয়েছে। এ দিন সন্ধ্যায় শাহারুল ইসলামকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তিনি জোড়া ফুল প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
প্রতিনিধি/ এমইউ