images

সারাদেশ

বেধড়ক মারপিটে চাকরির তদবিরকারী নিহত

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৪, ০৮:০৮ পিএম

জয়পুরহাটে চাকরির জন্য তদবিরের টাকা ফেরত না দেওয়ায় বেধড়ক মারপিটে আহত তদবিরকারী মারা গেছেন। 

সোমবার (২৭ মে) দুপুরে ওই ব্যক্তি মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জয়পুরহাটে পারিবারিক কলহে ২ নারী নিহত 

নিহত তদবিরকারীর নাম আব্দুল মজিদ বুলু (৪৫)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বৃদ্দীগ্রামের আব্দুর রহমানের ছেলে। 

আজ সোমবার দুপুরে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

অভিযোগের সূত্র ধরে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আব্দুল মজিদ বুলু চাকুরি দেওয়ার নাম করে বেশ কিছু দিন আগে তার ভাতিজী জামাই সদর উপজেলার চক বরকত গ্রামের খাইরুল ইসলামের কাছ থেকে দেড় লাখ টাকা নেন। পরে চাকরি দিতে না পারায় চাচা শ্বশুর বুলুর কাছ থেকে টাকা ফেরত চান খাইরুল। 

আরও পড়ুন: সাতক্ষীরায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু 

এ নিয়ে গতকাল রোববার বিকেলে বুলুকে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী স্কুল এলাকায় ধরে নিয়ে গিয়ে মারপিট করে খাইরুলসহ তার সহযোগীরা। পরে আহত বুলুকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে তিনি মারা যান।

এ ব্যাপারে মামলার প্রস্তুতিসহ আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানান থানার ওসি হুমায়ুন কবির।  

প্রতিনিধি/ এমইউ