images

সারাদেশ

কসবায় জাল ভোট দেওয়ার চেষ্টা, একজনের সাজা

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৪, ০৪:১৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের সময় জাল ভোট দেওয়ার চেষ্টা করায় আরাফাত ভূঁইয়া (১৯) নামে একজনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ মে) দুপুর পৌনে একটার দিকে তাকে এ সাজা দেওয়া হয়।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশতাধিক বাড়ি ভাংচুর, আহত ৮

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ কারাদণ্ড দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এ সময় আরাফাতকে আটক করে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ওই কেন্দ্রে আরও একজনকে বিকেলে আটক করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে সাজা দেওয়া হয়নি।

আরও পড়ুন: টিপুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাশেমের সমর্থন

উল্লেখ্য, এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ সদস্য পদে ও মহিলা সংরক্ষিত পদে মোট ৫৭ জন প্রার্থী ২৮ এপ্রিল নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার চারশ ৩৫ জন। মোট ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

প্রতিনিধি/ এমইউ