images

সারাদেশ

বরগুনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৪, ০৮:৫৮ পিএম

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় নদীর পানি স্বাভাবিক উচ্চতার থেকে ৩ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হয়েছে। জোয়ারের প্রভাবে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শনিবার (২৫ মে) বিকেলে জেলার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীতে স্বাভাবিকের তুলনায় অন্তত তিন ফুট বেড়েছে বলে জানান উপকূলীয় বাসিন্দারা। 

বরগুনা সদর উপজেলার বড়ইতলা এলাকায় গেলে দেখা যায়, পানিতে বেড়িবাঁধের ভিতরের নিম্নাঞ্চলে পানি উঠে তলিয়ে গেছে। এখানকার মানুষ কেউই এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্য ঘর ছাড়েনি।

বড়ইতলা গ্রামের স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম বলেন, ‘আগের তুলনায় মোগো এইখানে জোয়ারের পানিতে কিছুটা খালবিল তলিয়েছে। আর একটু বেশি পানি বাড়লেই ঘরে ঢুকবে। তবে খুব ভয় করতেছে।’

বিষখালী নদীর তীরবর্তী ঢলুয়া এলাকার বাসিন্দা মো. কাসেম ফকির বলেন, আমাদের অব্দা রাস্তা (বেড়িবাঁধ) এর বেহালদশা। রাস্তা পার হয়ে ভেতরে ঢুকে পরেছে। তাই হয়তো আতঙ্কে রাত কাটাতে হবে। আল্লাহ ভরসা। 

জেলা প্রশাসকের কার্যালয়  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন এবং এসব বাঁধ ভেঙ্গে গেলে তা তাৎক্ষণিক ভাবে মেরামতের জন্য ৮০০ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। 

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহতাব হোসেন বলেন, পূর্বের তুলনায় আজকের জোয়ারের পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত তা বিপদসীমা অতিক্রম করেনি। তবে পরিস্থিতি খারাপের দিকে মুভ করলে সরকারি- বেসরকারি বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে উপকূলীয় শহর ও গ্রাম পর্যায়ে মানুষের মাঝে সতর্ক বার্তা পৌঁছে দেওয়া হবে।

প্রতিনিধি/ এজে