images

সারাদেশ

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

জেলা প্রতিনিধি

২২ মে ২০২৪, ০৮:০৬ পিএম

নরসিংদীর রায়পুরায় নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

নিহত মো. সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

পুলিশ ও নেতা-কর্মীরা জানায়, আগামী ২৯ মে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাওয়ার সময় প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা হামলা চালায়। এ সময় হামলাকারীদের আঘাতে সুমন মিয়া আহত হয়। 

আহত সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে বিকালে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
 
তবে সুমনের নেতা কর্মীদের দাবি প্রতিপক্ষ আবিদ হাসান রুবেলের সমর্থকরা তার ওপর হামলা চালিয়েছে।

আরও পড়ুন

উপজেলা নির্বাচনে প্রথমবারই লিওনের বাজিমাত

এদিকে এঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু নিহত সুমন মিয়ার লাশ দেখতে হাসপাতালে যান।

এই ঘটনায় রায়পুরায় উত্তেজনা বিরাজ করছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন বলেন, ওই চেয়ারম্যান প্রার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মূলত তাকে আঘাত করে মারা হয়েছে।

প্রতিনিধি/একেবি