images

সারাদেশ

কক্সবাজারে আগুনে পুড়ল ৪২ দোকান, আহত ২

জেলা প্রতিনিধি

২২ মে ২০২৪, ০২:০৬ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাঁশঘাটার ফার্নিচার মার্কেটে আগুন লেগে ৪২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আহত হয়েছেন ২ জন।

বুধবার (২২ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. হাসান চৌধুরী।

আহতরা হলেন— ইসলামাবাদ হরিপুর গ্রামের বাবুলের ছেলে শফিক (৩৫) এবং ইউছুফেরখীল গ্রামের এনামুল হকের ছেলে কামাল উদ্দিন (৩০)। আহতদের মধ্যে শফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত কামাল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন— ইকবাল, ইসলাম, মুসলিম খান, জমির খান, ইলিয়াছ মিয়া, সিরাজুল ইসলাম, আবু ছিদ্দিক, নুরুল আমিন, নুরুল ইসলাম, মোজাফফর আহমদ, ফরিদুল আলম, ফোরকান আহমদ, রফিক, জসিম, ফারুক, গিয়াস, বাবুল, কাশেম এবং শাহজাহান।

ব্যবসায়ী শামসুল আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৬ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ফার্নিচার, মূল্যবান মেশিন ও যন্ত্রপাতি, রদ্দা, হাজার হাজার ঘনফুট চেরাই কাঠ, হার্ডওয়ারসামগ্রী, মূল্যবান কাগজপত্র এবং দোকানঘর পুড়ে যায়।

রামু ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. হাসান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর রামু এবং চকরিয়া ফায়ার স্টেশন আগুন নেভানোর কাজ শুরু করে। টানা ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

প্রতিনিধি/টিবি