জেলা প্রতিনিধি
২০ মে ২০২৪, ০৮:৪৬ এএম
কুমিল্লায় বজ্রপাতে পলিটেকনিক ইনস্টিটিউটের আরিফুর রহমান রিমন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও তিন শিক্ষার্থী আহত হয়।
নিহত রিমন মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর উলুপাড়া ভূঁইয়া বাড়ির রেজাউল করিম বাবলুর ছেলে। সে কোটবাড়ি পলিটেকনিক্যাল কলেজের সিভিল বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রিমন হোস্টেলে থেকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করত। সে ওই কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
রোববার পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হয়ে গেটের সামনে রাস্তায় আসলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়।
বজ্রপাতে রিমন গুরুতর আহত হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন শিক্ষার্থী আহত হয়। রিমনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, নিহতের লাশ বাড়িতে আনা হয়েছে। সোমবার সকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রতিনিধি/এসএস