images

সারাদেশ

আত্মহত্যার আগে যুবকের পোস্ট, ‘পৃথিবী থেকে বিদায়’

জেলা প্রতিনিধি

১৯ মে ২০২৪, ০৫:৪০ পিএম

নওগাঁর সাপাহারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তৌফিক হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। 

রোববার (১৯ মে) দিবাগত ভোর ৫টার দিকে যে কোন সময় নিজ বাড়ির মাটির ঘরের তালের তিরে মায়ের ব্যবহৃত ওড়নায় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত তৌফিক হোসেন উপজেলা সদর ইউনিয়নের জয়পুর মাষ্টারপাড়া এলাকার মোস্তফা ছেলে। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তৌকির পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। আত্মহত্যার আগে তৌকির তার ফেসবুক আইডিতে লিখেন- ‘পৃথিবী থেকে বিদায়,ভালো থেকো সবাই, সব শেষ আমার।’

আরও পড়ুন

নাটোরে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ফেসবুকের স্ট্যাটাস দেখে বিষয়টি প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণ বলে মনে হয়েছে। হয়তো পরিবারের সদস্যদের সাথে কোন ধরনের মান অভিমান ছিল। যার কারনে অভিমান থেকেই তৌফিক আত্নহত্যা করে থাকতে পারেন।

ওসি আরও বলেন, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একেবি