images

সারাদেশ

নাটোরে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৪, ০৫:১৫ পিএম

নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোছা. আয়েশা সিদ্দিকা (২৩) নামে এক গৃহবধু আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ মে) সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা এলাকার নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নলডাঙ্গা থানার কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আয়েশা সিদ্দিকা উপজেলার বাসিলা এলাকার মো. মিজানুর রহমান মুন্টুর স্ত্রী। 

আরও পড়ুন

নাটোরে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে বাড়ির লোকজনের সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

প্রতিনিধি/একেবি