images

সারাদেশ

যশোরে কলেজছাত্র হত্যা মামলায় প্রধান ২ আসামি গ্রেফতার 

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২৪, ০৯:০৮ এএম

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে যশোরের শংকরপুরে কলেজছাত্র নুর হোসেনকে হত্যার দায়ে করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পিবিআই ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- শংকরপুর চোপদারপাড়া এলাকার সাইদুল ওরফে পচা এবং বাবু শেখের ছেলে রনি ওরফে কানা রনি। এর মধ্যে সাইদুরকে খুলনার ডুমুরিয়া এলাকায় মামা বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়। আর রনিকে গ্রেফতার করা হয় সিরাজদিখান থানা এলাকা থেকে। তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

মামলার পলাতক আসামিরা হলেন- চোপদারপাড়ার রিয়াদ, বাধন, আশিক, পাপ্পু, আলী আহম্মেদ, মনিরুল ইসলাম, আকাশ ও সোহাগ।

পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, হত্যাকাণ্ডের পরপরই রহস্য উদঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে পিবিআই যশোরের একটি টিম। দুই দিন ধরে যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এরপর রোববার (১২ মে) রাতে ডুমুরিয়া এলাকা থেকে সাইদুল ওরফে পচাকে গ্রেফতার করা হয়। তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

অন্যদিকে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের শিক্ষার্থী নুর হোসেনকে শনিবার রাতে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। মামলার পর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রনি ওরফে কানা রনিকে সিরাজদিখান থানা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার রনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

প্রতিনিধি/টিবি