images

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৪, ০৮:১০ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় মিতু আক্তার (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (১২ মে) দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা  

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর এলাকার বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মিতু আক্তার ওই এলাকার নসিমন চালক মো. মুসার মেয়ে।

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ।

মিতু আক্তার এবার কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় সে কম নম্বর পেয়ে তিনটি বিষয়ে অকৃতকার্য হয়।

আরও পড়ুন: হরিণাকুন্ডুতে এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

স্থানীয় ও তার পরিবারের লোকজন বলছেন, পরীক্ষার ফলাফল শোনার পর সে বাসায় এসে ঘরের দরজা খোলা রেখেই গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। এ সময় তার মা বাড়িতে নামাজ পড়ছিল এবং বাবা বাসায় ছিল না। 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর লাশের সুরতহাল করা হয়। এখন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)-এর অনুমতিক্রমে পোস্টমর্টেম ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ